শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পারাপারের অপেক্ষায় ৩০০ গাড়ি

মানিকগঞ্জ থেকে | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২১, ২১:১০

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পারাপারের অপেক্ষায় ৩০০ গাড়ি

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পারাপারের অপেক্ষায় রয়েছে ৩০০ গাড়ি। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

শুক্রবার (২২ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাম হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, 'পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২০টি ফেরি দিয়ে যানবাহন ও সাধারণ যাত্রী পারাপার করা হচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে জরুরি যানবাহন, ছোট গাড়ি পারাপার করা হচ্ছে।'

তিনি আরো বলেন, শুধু পাটুরিয়া ট্রাক টার্মিনালে পারের অপেক্ষায় আছে আড়াইশোর মতো পণ্যবাহী ট্রাক। ২০টি ফেরি চলার কারণে দ্রুত সব গাড়ি পার হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top