বগুড়ায় প্লাস্টিক কারখানায় আগুনে ৫ জনের মৃত্যু

বগুড়া থেকে | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২১, ০৩:৪৪

বগুড়ায় প্লাস্টিক কারখানায় আগুনে ৫ জনের মৃত্যু

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারখানা থেকে ৫ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। নওগাঁ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক এ কে এম মুরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আমরা কারখানার ভেতরে এখনও তল্লাশি চালাচ্ছি। কিছুক্ষণ আগে আগুন নিয়ন্ত্রণে এসেছে। জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে বশীপুরের একটি প্লাস্টিকের কারখানায় আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়েছে পুরো কারখানায়।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top