সংবাদ কর্মীদের অধিকার আদায় ও পেশাগত মান উন্নয়নের লক্ষ্যে গঠিত হয়েছে ই-প্রেস ক্লাব
হিলি থেকে | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২২, ০২:৫২

দেশে এই প্রথম অবহেলিত, নির্যাতিত সংবাদ কর্মীদের অধিকার আদায় ও পেশাগত মান উন্নয়নের লক্ষ্যে গঠিত হয়েছে ই- প্রেস ক্লাব নামের গণমাধ্যম কর্মীবান্ধব সংগঠন। সল্প সময়ে এর কার্যক্রম নিয়ে এর শাখা সারাদেশে ছড়িয়ে পরেছে। এই সংগঠনের আত্মপ্রকাশের মধ্যে দিয়ে সারাদেশে অবহেলিত নির্যাতিত ঝিমিয়ে পড়া গণমাধ্যম কর্মীদের মাঝে ব্যাপক সাড়া পরেছে ।
বর্তমানে সংগঠনটির দেশের বিভাগীয় ও জেলা পর্যায়ে প্রায় হাজারের বেশি সদস্য যুক্ত হয়ে গণমাধ্যম কর্মীদের পেশাগত দক্ষতা,জীবন মান উন্নয়ন ও নিরাপত্তার বিষয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সেই সাথে প্রাথমিক পর্যায়ে সদস্য সংগ্রহের কাজ করে যাচ্ছে ই- প্রেস ক্লাব।
ই- প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সাংবাদিক সৈয়দ ফজলুল কবীর বলেন, ই- প্রেস ক্লাব এ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুক্তমনা,বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বিশ্বাসী, পেশাদার সাহসী সংবাদকর্মীদের সাথে নিয়ে নিজেদের অধিকার, নিরাপত্তার বিষয়ে একে অপরের সাথে মিলে কাজ করে যাবে। আশা করি সকলের প্রচেষ্টায় ই-প্রেস ক্লাবের মাধ্যমে সাংবাদিকদের অধিকার আদায় ও স্বার্থ সংরক্ষণের বিষয়ে এই সংগঠন যথেষ্ট ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, আন্দোলনের মাধ্যমে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা করতে হলে সব সেক্টরে অংশগ্রহণ করে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: ই-প্রেস ক্লাব
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।