মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

সাকিবের নির্বাচনী প্রচারণায় মাশরাফী

শাকিল খান | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৪, ১৫:০৩

ছবি: সংগৃহীত

নড়াইল ২ আসনের সাংসদ মাশরাফী বিন মোর্ত্তজা। এবারও একই আসনে লড়ছেন নৌকা প্রতীক নিয়ে। অন্যদিকে মাগুরা ১ আসন থেকে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েছেন সাকিব আল হাসান। একজন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, অন্যজন বর্তমান। নির্বাচনী প্রচারণার শেষ লগ্নে সাকিবের সঙ্গে দেখা করতে গেলেন মাশরাফী। 

এর আগে কয়েকবার মাশরাফী মাগুরায় আসার কথা জানিয়েছিলেন। অবশেষে আজ সাকিবের সঙ্গে দেখা করতে এসেছেন তিনি। ক্রিকেট মাঠে রাজত্ব করার পর রাজনীতিতে নামা সাকিব নতুন যাত্রায় পাশে পাচ্ছেন ক্রিকেটাঙ্গনের সতীর্থ ও কোচসহ সবাইকেই।

এদিকে সাকিবের টানে মাগুরায় ভোটের প্রচারে দেখা গেছে সৌম্য সরকারকে। গতকাল সকালে মাগুরা শহরের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করতে দেখা যায় জাতীয় দলের এই ওপেনারকে। অবশ্য তিনি একাই ছিলেন না। এ সময় সাথে ছিলেন সাব্বির রহমান। 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top