চট্টগ্রামে পাহাড় ধসে ২ শিশুর মৃত্যু

Nasir Uddin | প্রকাশিত: ১ মে ২০২৫, ১৬:২৮

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুজন। বৃহস্পতিবার (১ মে) সকালে কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (কেইপিজেড) এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো স্থানীয় বৈরাগ ইউনিয়নের বৈরাগ গ্রামের আব্দুর রহিমের ছেলে রোহান (১২) ও ইমরান হোসেনের ছেলে মিসবাহ (১১)। আহতরা হলো মোস্তাক মিয়ার ছেলে সিয়াম (১১) ও আবুল কাশেমের ছেলে সিফাত (১১)। আহতদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্র জানা গেছে, বৃহস্পতিবার ভোরে কেইপিজেডের ভেতরে হঠাৎ পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে ধ্বংসস্তূপে চাপা পড়ে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, সকালে পাহাড় ধসে আহত চার জনকে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর দুই জনের মৃত ঘোষণা করা হয়। বাকি দুই জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ শরীফ বলেন, কেইপিজেড এলাকায় পাহাড় ধসে দুই শিশু মারা গেছেন। শুনেছি তারা ওই এলাকায় পাখি ধরতে গিয়েছিল। সে সময় কোনও একটি পাহাড়ের অংশ ভেঙে পড়ে তারা মাটি চাপা পড়ে। এর মধ্যে দুই জন ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় আরও দুই জন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top