রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

পাটগ্রামে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে লাইসেন্স বাণিজ্যের অভিযোগ

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: | প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:১১

হামিদুল ইসলাম

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হামিদুল ইসলামের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় কীটনাশক ব্যবসায়ীদের দাবি, তিনি নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত অর্থ নিয়ে লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স প্রদান করে আসছেন।

সরকারি নিয়ম অনুযায়ী নতুন কীটনাশক লাইসেন্স করতে ৩৪৫ টাকা এবং নবায়নে ২৩০ টাকা ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা দেওয়ার বিধান রয়েছে। কিন্তু অভিযুক্ত কর্মকর্তা হামিদুল ইসলাম ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত দুই হাজার থেকে ছয় হাজার টাকা পর্যন্ত আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

কাঁঠালতলী বাজারের ব্যবসায়ী মামুনুর রশীদ বলেন, “লাইসেন্স করার জন্য আমাদের পাঁচ বন্ধুর কাছ থেকে মোট ৩০ হাজার টাকা নিয়েছে হামিদুল।”
বাউরা বাজারের ব্যবসায়ী তহিরুল ইসলাম জানান, তার কাছ থেকে ৪ হাজার টাকা এবং ব্যবসায়ী রাসেলের কাছ থেকে ৩ হাজার টাকা নিয়েছেন ওই কর্মকর্তা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হামিদুল ইসলাম বলেন, “আমার কাছে ওদের টাকা জমা আছে। চাইলে ফেরত নিতে পারেন। আমি অতিরিক্ত টাকা নিয়েছি কারণ বিভিন্ন ধাপে টাকা দিতে হয়।”

তবে সরকারি নিয়ম অনুযায়ী সব অর্থ ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকায় তার এ বক্তব্যে নতুন প্রশ্ন উঠেছে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, ভয়ের কারণে অনেকে প্রকাশ্যে মুখ খুলতে চান না।

পাটগ্রাম কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জামিয়ার রহমান জানান, “সরকারি নিয়মের বাইরে টাকা নেয়ার সুযোগ নেই। কেউ যদি লাইসেন্স বাবদ অতিরিক্ত টাকা নিয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top