ময়মনসিংহে টু-লেট ফাঁদে কলেজছাত্র, চক্রের ২ তরুণী গ্রেপ্তার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৯

‘টু-লেট ফাঁদ’ পেতে ব্ল্যাকমেইলের ঘটনায় আটক এক তরুণী। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ শহরে টু-লেট ফাঁদে ফেলে এক কলেজছাত্রকে জিম্মি করে মারধর, লুটপাট ও ব্ল্যাকমেইলের ঘটনা ঘটেছে। ফেসবুকে বাসা ভাড়ার বিজ্ঞাপন দেখে যোগাযোগ করার পর এ ফাঁদে পড়েন নাজমুল হাসান নামের অনার্স প্রথম বর্ষের এক শিক্ষার্থী।

ভুক্তভোগী নাজমুল ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের গণিত বিভাগের ছাত্র এবং জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভূরারবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে নগরীর কলেজ রোডের মীরবাড়ি এলাকায় একটি মেসে থাকেন। নতুন বাসার খোঁজ করতে গিয়ে ফেসবুক গ্রুপে দেওয়া একটি সাবলেট বিজ্ঞাপনের সূত্রে এই প্রতারক চক্রের ফাঁদে পড়েন।

নাজমুল জানান, গুলকিবাড়ী এলাকার ফখরুজ্জামান টাওয়ারের দ্বিতীয় তলায় সাবলেট কক্ষ দেখানোর কথা বলে তাকে ভেতরে নেওয়া হয়। সেখানে চার তরুণী ও চার তরুণ মিলে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে। তার আইফোন, ল্যাপটপ ও নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। এরপর এটিএম বুথে নিয়ে গিয়ে আরও ২০ হাজার টাকা উত্তোলন করে। তাকে জোরপূর্বক লিখিত জবানবন্দি দিতে বাধ্য করা হয়, যেন বোঝানো যায় তিনি খারাপ কাজে গিয়ে ধরা পড়েছেন।

পরে সাহস করে থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে চক্রের দুই তরুণীকে গ্রেপ্তার করে। তারা হলো—সাদিয়া জাহান ওরফে মেঘলা (২১) এবং ফারিয়া আক্তার ওরফে পায়েল (১৯)। সাদিয়া ময়মনসিংহ কমার্স কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করেছেন এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। ফারিয়া তাড়াইল উপজেলার সহিলাটি মুক্তিযোদ্ধা কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, গ্রেপ্তার দুই তরুণীর জিম্মা থেকে ভুক্তভোগীর মোবাইল ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। এ চক্রে আরও চার তরুণী ও চার তরুণ জড়িত বলে পুলিশ নিশ্চিত হয়েছে।

এ ঘটনায় ময়মনসিংহ শহরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, যেন এ ধরনের টু-লেট ফাঁদে আর কেউ প্রতারিত না হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top