যশোরে বাস-ট্রাক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩

যশোর প্রতিবেদক | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৭

এআই দিয়ে তৈরী ছবি

যশোরের বাঘারপাড়ায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার ভাঙুড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নড়াইলের লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) নিক্কন আঢ্য (যশোরের বাঘারপাড়া পুকুরিয়া গ্রামের বাসিন্দা), যশোর সদরের বসুন্দিয়া এলাকার আক্তার হোসেন, যশোর শহরতলীর ভেকুটিয়া এলাকার আবু জাফর (স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক)।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নড়াইল-যশোর মহাসড়কের ভাঙুড়া বাজার এলাকায় একটি বাঁশবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকা থেকে যশোরগামী নড়াইল এক্সপ্রেস বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। সংঘর্ষে বাসের সামনের গ্লাস ভেঙে বাঁশের অগ্রভাগ বাসের ভেতরে ঢুকে পড়ে।

ঘটনাস্থলেই মারা যান যাত্রী আক্তার হোসেন। গুরুতর আহত পুলিশ কর্মকর্তা নিক্কন আঢ্য ও যাত্রী আবু জাফরকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আবু জাফরকে মৃত ঘোষণা করেন। পরে নিক্কন আঢ্যকে ঢাকায় নেওয়ার পথে অবস্থার অবনতি হলে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়; সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ওসি শেখ সেকেন্দার আলী বলেন, “দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top