ভাঙ্গায় অবরোধে সহিংসতা: উপজেলা পরিষদে ভাঙচুর-অগ্নিসংযোগ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৫

ছবি: সংগৃহীত

ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ভাঙ্গায় অবরোধ ও সহিংস পরিস্থিতি তৈরি হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আন্দোলনকারীরা ভাঙ্গা উপজেলা পরিষদে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সহকারী কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাজারো আন্দোলনকারী উপজেলা পরিষদের প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা একে একে বিভিন্ন দপ্তরে ভাঙচুর চালিয়ে জরুরি নথি, আসবাবপত্র ও কম্পিউটার নিয়ে যায়। পরবর্তীতে তারা অফিসে আগুন ধরিয়ে দেয়। এসময় ইউএনওসহ কর্মকর্তারা জীবন বাঁচাতে দৌড়ে পালিয়ে যান। তবে ইউএনও অক্ষত রয়েছেন।

এর আগে সকাল ১০টার দিকে ভাঙ্গার দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে নান্টু মুন্সী ও অ্যাডভোকেট মাসুদ মুন্সীর নেতৃত্বে কিছুসংখ্যক আন্দোলনকারী স্লোগান দিলে পুলিশ দ্রুত তাদের সরে যেতে বাধ্য করে।

উল্লেখ্য, এর আগে ফরিদপুর-৪ আসনের অংশ বাদ দিয়ে ফরিদপুর-২ আসনে সংযুক্তির প্রতিবাদে আন্দোলনকারীরা দুই দফায় তিন দিনের সড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top