চট্টগ্রামে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ৭

চট্টগ্রাম প্রতিবেদক | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৪

ফাইল ছবি

চট্টগ্রামের দোহাজারীতে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে এক পরিবারের দুইজনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী পৌরসভার পাঠানীপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলে, নউপজেলার হাশিমপুর এলাকার করিম বক্সের স্ত্রী ফাতেমা বেগম ও তার ছেলে মো. সেলিমের স্ত্রী শামিমা আক্তার। অন্যজন হলেন ময়মনসিংহের মো. শরিফ।

আহতরা হলে, নজকুম বাহার, জাকের হোসেন, মাহবুব, মারুফ, পলাশ, বেবি আক্তার ও মো. রহিম।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতির একটি ঈগল পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অন্তত ১০ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিসিজি ট্রাস্ট মেডিক্যালে নিলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন কালবেলা বলেন, “আমরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। দুর্ঘটনায় জড়িত গাড়িগুলো জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top