আলোচিত এসপি সফিউল্লার ভাইয়ের মৃ'ত্যু নিয়ে গুঞ্জন

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:১২

ছবি: সংগৃহীত

খুলনার সমালোচিত সাবেক এসপি এসএম শফিউল্লাহর ভাই শামীম শেখের রহস্যজনক মৃত্যু এলাকায় ব্যাপক গুঞ্জনের জন্ম দিয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে নগরীর দৌলতপুর পাবলা তিন দোকানের মোড় এলাকার বাসায় রহস্যজনক এ মৃত্যুর ঘটনা ঘটে।

এলাকায় শামীম শেখের মৃত্যু নিয়ে উঠেছে গুঞ্জন এটা স্বাভাবিক মৃত্যু, নাকি আত্মহত্যা?এলাকাবাসী সূত্রে জানা গেছে, পারিবারিক দ্বন্দ্বের জেরে শামীম নিজ বসতঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। অপর আরেকটি সূত্র বলছে, তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ বিষয়ে দৌলতপুর থানার এসআই সাইফুল ইসলাম জানান, ওই ব্যক্তির মৃত্যুর খবর নিতে গিয়ে জানতে পারি তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। সে মোতাবেক হাসপাতালে গিয়ে চিকিৎসকের সঙ্গে কথা বলে জানতে পারি হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। পরে নিহতের পরিবার লাশ নিয়ে গোপালগঞ্জে নিজ বাড়িতে চলে যায়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top