তথ্য নিতে গিয়ে লাঞ্ছিত সাংবাদিক
নানা দুর্নীতি অনিয়মে জর্জরিত টিটিসি অধ্যক্ষ আইনুল হক- লাঞ্ছিত সাংবাদিক
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ২১:২০
নারী কেলেঙ্কারি সহ কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগে লালমনিরহাট টিটিসির অধ্যক্ষ আইনুল হকের বক্তব্য নিতে গেলে সাংবাদিক আহসান সাকিব-কে লাঞ্ছিত করা হয়।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে ঐ প্রতিষ্ঠানে গেলে অধ্যক্ষ আইনুল হক মব সৃষ্টি করে সাংবাদিক-কে গাছে বেঁধে রাখার হুমকি দেয়।
এর আগে তিনি দিনাজপুর, কুড়িগ্রাম ও বর্তমানে লালমনিরহাট টিটিসিতে কর্মরত আছেন। বিগত সময় থেকে এখন পর্যন্ত তার বিরুদ্ধে অর্ধশত অভিযোগ রয়েছে। এরমধ্যে ছিলো ট্রেনডার বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, সরকারি অর্থ আত্মসাৎ, নারী কেলেঙ্কারি সহ একাধিক দুর্নীতি অনিয়মে জর্জরিত।
লাঞ্ছিত সাংবাদিক আহসান সাকিব বলেন, এর আগেও ঐ অধ্যক্ষ-র নানা অনিয়মের বিরুদ্ধে নিউজ করতাম কিন্তু শুধুমাত্র ওনার বক্তব্য না পাওয়ায় অপেক্ষা করছিলাম। যেহেতু আমি ঢাকায় কাজ করি আগামীকাল ঢাকায় যাওয়ার পরিকল্পনা ছিলো। তাই আজকে টিটিসির অধ্যক্ষর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে গেলে তাদের দুইজন শিক্ষক সহ পরিকল্পিত ভাবে মব সৃষ্টি করে।
অধ্যক্ষ আইনুল হকের মুখ থেকে উচ্চারিত শব্দ গুলো এমন ছিলো- ও কিভাবে প্রতিষ্ঠানে ঢুকে। ও কিসের সাংবাদিক। ওকে এখানে গাছের সাথে বাঁধো সহ চাঁদাবাজি করতে আসছে এমন ট্যাগও দেওয়া হয়েছে। এক পর্যায়ে প্রতিষ্ঠানে কর্মরত দু'জন শিক্ষক নারায়ণ ও শুভ কে বলেছে, ঐ সাংবাদিক-কে গাছের সাথে না বাঁধলে তোমাদের চাকরি থাকবে না। এরপর শান্ত ভাবে যায়গা ত্যাগ করে প্রতিষ্ঠানের বাইরে এসে সহকর্মীদের ফোন দিলে সবাই এসে এই ঘটনার প্রতিবাদ জানায়।
সাংবাদিক তন্ময় আহমেদ নয়ন বলেন, একজন অধ্যক্ষ কিভাবে একজন সংবাদকর্মীকে গাছের সাথে বেঁধে রাখতে চায়। আমরা আমাদের সহকর্মীর উপর যে কোন আঘাত প্রতিরোধ করবো। আজকের এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সিনিয়র সাংবাদিক আশরাফুল ইসলাম রতন বলেন, সাংবাদিক তথ্যর জন্য যে কোথাও যেতে পারে। কোন কর্মকর্তা যদি তথ্য দিতে না চায় তবে সেখানে নেতিবাচক প্রভাব আছে। আজকের এমন ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। এরপর লালমনিরহাট রংপুর মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানানো হয়।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।