নারায়ণগঞ্জে প্রবাসী যুবক হেলিকপ্টারে চড়িয়ে উদযাপন করলেন মায়ের ৬০তম জন্মদিন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪:১৭

সংগৃহীত

মায়ের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার প্রবাসী যুবক মোহাম্মদ হাসান মিয়া খোকন এক অনন্য নজির স্থাপন করেছেন। তিনি হেলিকপ্টারে চড়িয়ে উৎসবমুখর পরিবেশে তাঁর মায়ের ৬০তম জন্মদিন উদযাপন করেছেন।

গত বৃহস্পতিবার হাসান মিয়া খোকনের মা, হামিদা খাতুনের জন্মদিন উপলক্ষে এ আয়োজন করা হয়। বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরঘারমোড়া এলাকার মৃত সালামতউল্লাহর ছেলে হাসান মিয়া খোকন মায়ের ভালোবাসা ও ত্যাগের প্রতি সম্মান প্রদর্শনের জন্য এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেন।

জন্মদিনে চরঘারমোড়া এলাকার বাগানবাড়ি হেলিপ্যাড থেকে হেলিকপ্টার উড্ডয়ন করা হয় এবং সারা নারায়ণগঞ্জ ঘুরে পুনরায় হেলিপ্যাডে অবতরণ করা হয়। এই আয়োজনে হাসান মিয়ার পরিবারের অন্যান্য সদস্যরাও অংশগ্রহণ করেন।

হাসান মিয়া খোকন বর্তমানে সিঙ্গাপুরে ব্যবসা পরিচালনা করছেন। ২০২৪ সালে দেশের সর্বোচ্চ রেমিট্যান্স করদাতা হিসেবে তিনি সিআইপি পদকও লাভ করেন। তিনি বলেন, “মাকে সম্মান জানিয়ে তার স্বপ্ন পূরণের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাবা অনেক আগেই মারা গেছেন। মা আমাদের অনেক কষ্ট করে বড় করেছেন। মাকে সম্মানিত করা উচিত। এতে অন্যরাও মাকে সম্মান জানাবে।”

হেলিকপ্টারে ঘুরে মায়ের প্রিয় গ্রামও দেখানোর ব্যবস্থা করা হয়। হাসান মিয়া খোকন জানান, “মা যে খুশি হয়েছেন তা বর্ণনা করতে পারব না। আমাদের পরিবারও এই বিশেষ অভিজ্ঞতা থেকে আনন্দ পেয়েছে।”

আতাউর রহমান, নারায়ণগঞ্জ।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top