৬০-এ পা দিলেন ভাইজান সালমান খান: জন্মদিনে ক্যাটরিনার পোস্ট
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৩
বয়স কেবল একটা সংখ্যা মাত্র, আর সেটা আবারও প্রমাণ করলেন বলিউডের সুলতান সালমান খান। আজ এই সুপারস্টারের ৬০তম জন্মদিন। তিন দশকের বেশি সময় ধরে পর্দা কাঁপানো এই মানুষটি আজও কোটি তরুণীর ক্রাশ, সবার প্রিয় 'ভাইজান'।
গতকাল শুক্রবার মধ্যরাতে প্যানভেলের ফার্মহাউসে বসেছিল চাঁদের হাট। রাজকীয় এই আয়োজনে পরিবারের সদস্য ছাড়াও ছিলেন বলিউডের নামী সব তারকারা। তবে এই জন্মদিনে সব আলো কেড়ে নিয়েছেন তাঁর সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ।
ক্যাটরিনা তাঁর শুভেচ্ছা বার্তায় সালমানকে তিনবার 'টাইগার' বলে সম্বোধন করেছেন। তিনি লিখেছেন, টাইগার, টাইগার, টাইগার—জন্মদিনের অনেক শুভেচ্ছা। বিচ্ছেদের পরেও এই পারস্পরিক শ্রদ্ধা নেটিজেনদের মন জয় করে নিয়েছে।
শুধু ক্যাটরিনা নন, অজয় দেবগন থেকে শুরু করে ছায়াসঙ্গী শেরা—সবাই ভালোবাসা জানিয়েছেন তাঁদের প্রিয় 'মালিক'কে। 'ম্যায়নে পেয়ার কিয়া'-র সেই লাজুক 'প্রেম' থেকে আজকের দুর্ধর্ষ 'টাইগার'—সালমানের এই সফর এক কথায় মহাকাব্যিক।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।