শেষবারের মতো ছোট ভাই মোর্শেদকে আদর করল আয়েশা, চিকিৎসাধীন অবস্থায় শিশুর মৃত্যু
চট্টগ্রাম প্রতিনিধি : | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৬, ১০:১৮
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সড়ক থেকে উদ্ধার হওয়া দুই শিশুর মধ্যে ১৪ মাস বয়সী মোর্শেদ আর বেঁচে নেই। সোমবার (৫ জানুয়ারি) চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত ২৮ ডিসেম্বর রাতে আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকা থেকে এক সিএনজি চালক গুরুতর অসুস্থ অবস্থায় ৪ বছর বয়সী আয়েশা ও তার ১৪ মাস বয়সী ভাই মোর্শেদকে উদ্ধার করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
শিশু মোর্শেদের অবস্থার অবনতি হলে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। টানা ৮ দিন চিকিৎসাধীন থাকার পর ১ জানুয়ারি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে তার মৃত্যু হয়।
হাসপাতালে ছোট ভাইয়ের মৃত্যুর আগে শেষবারের মতো তাকে আদর করে নেয় বড় বোন আয়েশা—এ দৃশ্য উপস্থিত সবার চোখে জল এনে দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুদের বাবা-মা প্রায় ছয় মাস আগে সন্তানদের নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে দুই শিশুকে সড়কের পাশে অসহায় অবস্থায় উদ্ধার করা হয়।
এ ঘটনায় শিশুদের বাবা-মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।