মাদারীপুর জেলা প্রশাসনের সঙ্গে পরিবহন সংশ্লিষ্টদের মতবিনিময় সভা
সড়ক দুর্ঘটনা কমাতে সহজ ও নিরাপদ যাতায়াতে উদ্যোগ
মেহেদী হাসান সোহাগ | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৬, ১১:৫৮
সহজ ও নিরাপদ যান চলাচল নিশ্চিত করা এবং সড়ক দুর্ঘটনা কমানোর লক্ষ্যে মাদারীপুর জেলার পরিবহনের সাথে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সন্ধ্যায় মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় ব্যাটারি চালিত যান, থ্রি-হুইলার অটোরিকশা, নসিমন ও করিমনের চলাচল নিয়ন্ত্রণে এনে সড়কে দুর্ঘটনার ঝুঁকি কমানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় জেলা প্রশাসক বলেন,
“সড়কে শৃঙ্খলা ফেরানো প্রশাসনের একক দায়িত্ব নয়। এটি পরিবহন মালিক, শ্রমিক ও চালকদের সম্মিলিত দায়িত্ব। যাত্রীদের যাতায়াত যেন সহজ, নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ হয়, এটাই আমাদের মূল লক্ষ্য।”
মতবিনিময় সভায় পরিবহন মালিক সমিতির নেতারা বলেন,
অনিবন্ধিত ও অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত থ্রি-হুইলারগুলো মহাসড়কে নিয়ম না মেনে চলাচল করছে। যত্রতত্র যাত্রী ওঠানামা এবং ধীরগতির কারণে দূরপাল্লার বাস ও ইঞ্জিনচালিত যানবাহন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলেই প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি।
ভক্সপপ- পরিবহন মালিক সমিতির নেতারা
সট- বিমল চন্দ্র বর্মন, সহকারী পুলিশ সুপার (অপস্), মাদারীপুর।
সভায় উপস্থিত ছিলেন—
কে. এম. তোফাজ্জল হোসেন সান্টু খান (সভাপতি, বাস মালিক সমিতি, মাদারীপুর),
মফিজ হাওলাদার (সাধারণ সম্পাদক, মিনিবাস মালিক গ্রুপ),
ইউসুফ মাতুব্বর (সভাপতি, ট্রাক মালিক সমিতি),
এস. এম. জহির (সাধারণ সম্পাদক, ট্রাক ও কাভারভ্যান মালিক সমিতি),
মারুফ খান (সভাপতি, অটো মালিক সমিতি, মাদারীপুর)।
এছাড়াও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, বাস-ট্রাক ও থ্রি-হুইলার চালক প্রতিনিধিসহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা সভায় অংশ নেন।
সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ:-
সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মহাসড়কে ব্যাটারি চালিত থ্রি-হুইলার চলাচল বন্ধ থাকবে
নির্ধারিত সড়ক ব্যতীত অন্যত্র ব্যাটারি চালিত থ্রি-হুইলার চলাচল করতে পারবে না
শহর এলাকায় নসিমন ও করিমনের চলাচলের ওপর কঠোর নজরদারি বাড়ানো হবে
যানবাহনের ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স ও রুট পারমিট নিয়মিত যাচাই করা হবে
পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হবে
চালকদের জন্য সচেতনতামূলক প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে
মাদক নিয়ন্ত্রণে বাস ও ট্রাকস্ট্যান্ড এলাকা কঠোর নজরদারিতে রাখা হবে
জেলা প্রশাসন জানায়, এসব সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে সমানভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।