রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

কক্সবাজারে হোয়াইক্যংয়ে শিশু গুলিবিদ্ধ, এলাকায় অবরোধ

কক্সবাজার প্রতিনিধি: | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৬, ১৩:০৭

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং তেচ্ছি ব্রিজ এলাকায় সুলতানা আফনান (৮) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। আফনান ওই এলাকার হাজী মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।

রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় খেলার সময় তার মাথায় গুলি লাগে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ঘটনার পর তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

শিশুটির দাদা আবুল হাশেম বেলা সাড়ে বারোটায় জানান, গুলিবিদ্ধ শিশু মুমূর্ষু অবস্থায় রয়েছে এবং চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়ে টেকনাফ-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। খবর পেয়ে বিজিবি, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এ সময় স্থানীয় সাবেক এমপি শাহজাহান চৌধুরীও ঘটনাস্থলে এসে সড়ক অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করেন। তবে বিক্ষুব্ধ জনতা বিজিবির একটি গাড়ি ভাঙচুর করেছে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, রাত থেকে মিয়ানমারের ওপারে কোয়াইক্যং তেচ্ছি ব্রিজের পূর্বে থেমে থেমে গুলি বিনিময় হচ্ছে। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর ছোড়া গুলি এপারে এসে স্কুলছাত্রীর গায়ে লাগে।

সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেন, “ঘটনার তদন্ত করে মিয়ানমার প্রান্ত থেকে গুলি আসা বন্ধ করতে হবে এবং সীমান্তে মানুষের নিরাপত্তা জোরদার করতে হবে।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top