কুমিল্লায় তুচ্ছ বিরোধে অন্তঃসত্ত্বা নারী খুন, তিনজন আহত
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৬, ১৯:৩২
কুমিল্লার বুড়িচংয়ে শিশুদের ব্যবহৃত ডায়াপার ফেলা নিয়ে তুচ্ছ বিরোধের জেরে দুই সন্তানের জননী ও অন্তঃসত্ত্বা ফাহিমা আক্তার (২৫) খুন হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
রোববার দুপুরে বুড়িচং পৌরসভার জগতপুর নাগরবাড়ি গ্রামে ফাহিমার চাচাতো ভাই সাইদ সিয়াম তার ৪–৫ সহযোগীর সঙ্গে মিলিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। ফাহিমার চিৎকারে পরিবারের অন্য সদস্যরাও আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে ফাহিমাকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান জানিয়েছেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।