শনিবার, ৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

বাগেরহাটে ইজিবাইকের ধাক্কায় পথচারী নারী নিহত

বাগেরহাট থেকে | প্রকাশিত: ৮ মে ২০২১, ০৪:৪৩

বাগেরহাটে ইজিবাইকের ধাক্কায় পথচারী নারী নিহত

বাগেরহাটের মোরেলগঞ্জে খাবার পানি সংগ্রহ করতে গিয়ে ইজিবাইকের ধাক্কায় রাবেয়া বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (৭ মে) দুপুরে সাইনবোর্ড-বগি আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

রাবেয়া বেগম পূর্ব শরালীয়া গ্রামের মন্টু তালুকদারের স্ত্রী। নিহতের মেয়ে ইতি আক্তার ও সুখী বেগম বলেন, খাবার পানি সংগ্রহের জন্য কলসি নিয়ে ব্র্যাক অফিসের দিকে যাচ্ছিলেন তার মা। পথে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস অফিসের সামনে একটি যাত্রীবাহী ইজিবাইক তার মাকে ধাক্কা দিয়ে রাস্তার ওপর ফেলে দেয়।

ফায়ার সার্ভিসের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেয়। হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: বাগেরহাট


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top