রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

ক্রিকেটকে বিদায় জানালেন তুষার ইমরান

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২১ নভেম্বর ২০২১, ০১:১৬

ক্রিকেটকে বিদায় জানালেন তুষার ইমরান

চোটের কারণে চলতি জাতীয় ক্রিকেট লিগে সবশেষ রাউন্ডের ম্যাচটি খেলতে পারেননি খুলনা বিভাগের অভিজ্ঞ ব্যাটার তুষার ইমরান। রবিবার (২১ নভেম্বর) সবধরনের ক্রিকেটকে বিদায় জানাতেই মাঠে যাবেন তিনি।

শনিবার (২১ নভেম্বর) তুষার নিজেই নিশ্চিত করেছেন এবারের জাতীয় লিগের শেষ ম্যাচটিই তার ক্রিকেট ক্যারিয়ারের শেষ ম্যাচ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বাক্যে তিনি লিখেছেন, 'রবিবার (২১ নভেম্বর) প্রথম শ্রেণীর ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে মাঠে যাবো। দোয়া করবেন।' জাতীয় লিগ শুরুর আগেই অবশ্য তিনি ঘোষণা দিয়েছিলেন, এটিই তার শেষ লিগ।

আন্তর্জাতিক ক্রিকেটে ৫ টেস্টে ৮৯ ও ৪১ ওয়ানডে ৫৭৪ রান করেছেন তুষার ইমরান। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮২ ম্যাচে ৩২ সেঞ্চুরি ও ৬৩ ফিফটিতে ৪২.৭৫ গড়ে ১১৯৭২ রান করেছেন তিনি। এছাড়া লিস্ট এ ক্রিকেটে এক সেঞ্চুরি ও ৩০ ফিফটিতে তার সংগ্রহ ৪৪৩৯ রান।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top