শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

চাকরি ছাড়লেন বাংলাদেশের বোলিং কোচ গিবসন

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২২, ০০:৫৯

চাকরি ছাড়লেন বাংলাদেশের বোলিং কোচ গিবসন

২০২০ সালের জানুয়ারিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ওটিস গিবসন। তবে চলতি মাসে বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের আগে বিসিবির সঙ্গে চুক্তি নবায়ন করেননি গিবসন। বাংলাদেশের চাকরি ছেড়ে তিনি পাকিস্তান সুপার লিগে যোগ দিয়েছেন।

পিএসএলের দল মুলতান সুলতানসের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন গিবসন। বুধবার (১২ জানুয়ারি) রাতে মুলতান সুলতানস এক টুইট বার্তায় জানিয়েছে, ‘ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী কোচ, দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ, ইংল্যান্ড ও বাংলাদেশের সঙ্গে সফল সময় কাটানো ওটিস গিবসন আমাদের সহকারী ও পেস বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছেন।’

গিবসনের চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। ২০ জানুয়ারি বিসিবির সঙ্গে দুই বছর পূরণ হয়ে যাবে গিবসনের। বাংলাদেশের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন দায়িত্ব হাতে নিয়ে ফেলেছেন এ ক্যারিবীয় কোচ।

এনএফ৭১/এমএ/২০২২

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top