সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

বোপারার দাবি ‘নাকল’ বল করতে চেয়েছিলেন তিনি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২২, ০২:১৮

বোপারার দাবি ‘নাকল’ বল করতে চেয়েছিলেন তিনি

বল টেম্পারিংয়ের অভিযোগে তিন ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ায় আপিল করেন সিলেট সানরাইজার্সের অলরাউন্ডার রবি বোপারা। যেখানে শাস্তি কমিয়ে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয় তাকে, সঙ্গে ৩টি ডিমেরিট পয়েন্ট যোগ হয় নামের পাশে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে নিজের অবস্থান পরিস্কার করেন বোপারা। যেখানে একটি ক্রিকেট বল সঙ্গে এনে দেখালেন ভুলটা কোথায় হয়েছে।

বোপারা জানান, বল টেম্পারিং নয়, নাকল বল করতে চেয়েছিলেন তিনি।

হাতে বলটা নিয়ে সবাইকে ‘নাকল বল’-এর ‘গ্রিপ’ দেখিয়ে বোপারা বললেন, ‘আমি আসলে নাকল বল করতে চেয়েছিলাম। কখনও এভাবে ধরতে হয়, কখনও বল আড়ালে রাখতে হয়, কখনও আবার এভাবে। কখনও আবার অফ কাটার করতে হবে। এভাবে গ্রিপ করা সহজ নয়, বিশেষ করে ভেজা বলে। ঠিকভাবে ধরতে না পারলে বল উড়ে চলে যেতে পারে, নো বল হতে পারে। তাই বলটা হাতে মানিয়ে নিতে হয়, ঠিকঠাক হলে বল করা যায়। আমার মনে হয় এখানে কোনো একটা ভুল ছিল। হতাশাজনক, তবে এটাই জীবন!’

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top