রবিবার, ৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

রেকর্ড গড়ে হাজার রান এনামুল হক বিজয়ের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২২, ০৩:৫১

রেকর্ড গড়ে হাজার রান এনামুল হক বিজয়ের

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চলতি মৌসুমে ব্যাট হাতে রানের ফোয়ারা ছোটাচ্ছেন এনামুল হক বিজয়। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এই ওপেনার আছেন ফর্মের তুঙ্গে। প্রতি ম্যাচেই পাচ্ছেন রানের দেখা। 

মঙ্গলবার (২৬ এপ্রিল) রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে খেলতে নেমে রেকর্ড গড়েছেন বিজয়। প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ রানের মালিক আগেই হয়েছেন, আজ প্রথম ব্যাটসম্যান এক হাজার রানে মালিক বনে গেলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

ডিপিএলের এবারের মৌসুমে নিজের ১২তম ইনিংসে সাইফ হাসানকে টপকে লিস্ট এ ক্রিকেটের এক আসরে সর্বোচ্চ রানের মালিক বনে যান বিজয়। আজ ১৪তম ইনিংসে ছাড়ালেন ১ হাজার রানের গণ্ডি। ৯৩০ রান নিয়ে মঙ্গলবার সুপার লিগের চতুর্থ রাউন্ডে মাঠে নেমেছিলেন। ৭০ রান করতেই বিজয় ছুঁয়ে ফেললেন হাজার রানের মাইলফলক।

লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর প্রথম ক্রিকেটার হিসেবে ঢাকা লিগে এক মৌসুমে এক হাজার রানের রেকর্ড গড়লেন ডানহাতি ওপেনার। বিকেএসপিতে ৬৯ রানে ব্যাটিং করছিলেন বিজয়। রূপগঞ্জ ক্রিকেটার্সের পেসার নাহিদের বল আলতো টোকায় কভারে পাঠিয়ে ১ রান নিলেন প্রাইম ব্যাংকের ওপেনার। প্রান্ত বদলের আগেই দুই হাত উপরে তুলে উদযাপন শুরু।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top