কন্যা সন্তানের বাবা হলেন তাসকিন

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২২, ২৩:৩৮

কন্যা সন্তানের বাবা হলেন তাসকিন

পুত্র সন্তানের পর এবার কন্যা সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। দ্বিতীয়বার বাবা হওয়ার বিষয়টি শুক্রবার (২৯ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন তিনি।

তাসকিন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে, এবং আপনাদের সকলের দোয়ায় আমি কন্যা সন্তানের বাবা হলাম। সবাই তার জন্য দোয়া করবেন।’

২০১৭ সালের ৩১ অক্টোবর সৈয়দা রাবেয়া নাঈমাকে বিয়ে করেন তাসকিন আহমেদ। ২০১৮ সালের সেপ্টেম্বরে তাদের ঘর আলোকিত করে ছেলে তাসফিন আহমেদ রিহান।

তাসকিন বর্তমানে পরিবারের সঙ্গেই আছেন। ইনজুরির জন্য খেলতে পারেননি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। একই কারণে আসন্ন শ্রীলঙ্কা বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচের স্কোয়াডে জায়গা পাননি এই ডানহাতি পেসার।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top