ইসলামপুরে কাফনের মোড়ানো লাশ উদ্ধার

সুজন হাসান | প্রকাশিত: ২৯ মে ২০২৪, ১৩:৩৪

ছবি: সংগৃহীত

জামালপুরের ইসলামপুরে কাফনের মোড়ানো পঁচাশি বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ।

মঙ্গলবার (২৮ মে) ভোর সাড়ে ৬টার দিকে পৌর শহরের ধর্মকুড়া এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

ইসলামপুর থানা সূত্রে জানা যায়, ধর্মকুড়া পৌর মার্কেটস্থ আয়শা মেডিকেল হলের সামনে কাফনেরর কাপড়ে মোড়ানো অবস্থায় লাশটি দেখে স্থানীয় লোকজন থানা-পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত পুরুষ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেন পুলিশ। পুলিশের ধারণা, রাতের কোনো এক সময়ে কেবা কারা লাশটি রেখে শটকে পড়ে।

ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, লাশের সুরত হাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার বলেন, কাফনেরর কাপড় পড়ানো লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয়। অজ্ঞাতনামা মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত করাসহ প্রকৃত রহস্য উদঘাটনের কার্যক্রম চলমান।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top