একাই চার চরিত্রের অভিনয়ে আসাদুজ্জামান নূর!
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৩ মার্চ ২০২২, ০৪:৪৩

মালি, সুইপার, গার্ড ও নাসির চরিত্রে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর। বিটিভিতে প্রচারিত শিশুতোষ গোয়েন্দা ধারাবাহিক নাটক ‘বিন্দু বিন্দু গোয়েন্দাগিরিতে’ তার এই নতুন চরিত্রগুলো দেখা গেছে। বিটিভিতে ধারাবাহিকটি প্রচারিত হচ্ছে প্রতি শনিবার সকাল ১০ টা ৩০ মিনিটে। এর ২৩ থেকে ২৬তম পর্বে দেখা যাবে আসাদুজ্জামান নূরকে।
ধারাবাহিকটির ‘আগুনপাখির বাসা’ গল্পে একসঙ্গে চার চরিত্রে হাজির হবেন আসাদুজ্জামান নূর। ‘আগুনপাখির বাসা’ গল্পটির প্রচার শুরু হবে আগামী ২৬ মার্চ থেকে। এর রচয়িতা স্বপন নাথ। প্রযোজনায় আছেন মো. এরশাদ হোসেন।
আসাদুজ্জামান নূর ছাড়াও অভিনয় করেছে শিশুশিল্পী নদী, তূর্য, আনভিতা, নীল। আরও আছেন ফারজানা ছবি ও কবির আহমেদ।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: আসাদুজ্জামান নূর
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।