বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

স্নায়ুর বিরল রোগে আক্রান্ত ‘টাইটানিক’ গায়িকা

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২২, ১১:১১

স্নায়ুর বিরল রোগে আক্রান্ত ‘টাইটানিক’ গায়িকা

পাঁচবার গ্র্যামিজয়ী গায়িকা সেলিন ডিয়ন দুরারোগ্য রোগ ‘স্টিফ পারসন সিনড্রোম’-এ আক্রান্ত হয়েছেন। এটি স্নায়ুর বিরল একটি রোগ। যার কারণে ইউরোপের আগামী কনসার্টগুলো বাতিল করেছেন তিনি।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তার মাধ্যমে দুঃসংবাদটি প্রকাশ করেছেন গায়িকা।

কানাডিয়ান এই পপ তারকা জানান, তার পেশিতে অনিয়ন্ত্রিত খিঁচুনি দেখা দেয়। যা তার দৈনন্দিন জীবনে ভীষণ প্রভাব ফেলে। ডিয়ন বলেন, ‘অনেক দিন ধরেই শারীরিক জটিলতা মোকাবিলা করছি আমি। যেসব সমস্যার মধ্য দিয়ে আমি যাচ্ছি, তা নিয়ে কথা বলাও সত্যিই খুব কঠিন। সম্প্রতি আমার শরীরে স্টিফ পারসন সিনড্রোম ধরা পড়েছে, যেটা মিলিয়ন মানুষের মধ্যে একজনের হয়ে থাকে।’

‘আমরা এখনও এই রোগ সম্পর্কে জানার চেষ্টা করছি। আমরা এখন এটুকু জানি, আমি যে খিঁচুনির সমস্যায় ভুগি, তা এই রোগ থেকেই হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে আমার প্রত্যহ জীবনের সব ক্ষেত্রেই এটি প্রভাব বিস্তার করছে। আমি যখন হাঁটি, তখন এটি অনেক জটিলতা তৈরি করে। এ কারণে আমি আর গাইতে পারছি না। আমার বলতে কষ্ট হচ্ছে যে আগামী ফেব্রুয়ারিতে আমি ইউরোপের কনসার্ট সফরটি করতে পারছি না’- বললেন সেলিন ডিয়ন।

বর্তমানে চিকিৎসকের পূর্ণ নির্দেশনায় চলছেন সেলিন ডিয়ন। ওষুধের পাশাপাশি বিভিন্ন থেরাপিও নিচ্ছেন গায়িকা। তার ভাষ্য, ‘আমার স্পোর্টস মেডিসিন থেরাপিস্টের সঙ্গে অনেক পরিশ্রম করছি, যাতে আবারও শক্তি ফিরে পাই এবং গাইতে পারি। কিন্তু আমাকে স্বীকার করতেই হচ্ছে যে এটা একটি সংগ্রাম।’

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top