বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

আবারও ওপার বাংলার জিতের নায়িকা মিম

নিশি রহমান | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২২, ০২:৩৩

সিনেমার মহরতে জিৎ,সঞ্জয় সমদ্দার ও অন্যরা

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। পর পর দুটি সিনেমা হিট হওয়ায় তার কদর এখন আকাশচুম্বী। এবার জানা গেল নতুন খবর। আবারও পশ্চিমবঙ্গের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন মিম।

বাংলাদেশের নামকরা নির্মাতা সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় ‘মানুষ’ সিনেমায় টালিউডে আবারও এন্ট্রি নিচ্ছেন এ নায়িকা। আর সিনেমাটিতে সহশিল্পী হিসেবে মিমের সঙ্গে অভিনয় করবেন ওপার বাংলার সুপারস্টার জিৎ।

মিম জানান, সিনেমাটিতে তাকে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে। যার নাম মন্দিরা। যিনি পুলিশের এসিপি। শুটিংয়ের আগে দুদিন ধরে মন্দিরা চরিত্র নিয়ে অনুশীলন ও লুক সেটের কাজ করেছেন তিনি। 

তিনি আরো জানান, ‘ছবিটির ব্যাপারে প্রযোজক গোপাল মাদনানি ফোন করেছিলেন। পরে নির্মাতা সঞ্জয় সমাদ্দার সিনেমার গল্প শোনান। গল্প পছন্দ হওয়ায় আমি রাজি হয়েছি। সঞ্জয়দার সঙ্গে আমার আগে কাজ করার অভিজ্ঞতা রয়েছে’।

সুপারস্টার জিৎও বিদ্যা সিনহা  মিমএর আগেও কলকাতায় ‘সুলতান-দ্য সেভিয়ার’ নামের একটি সিনেমায় জিতের বিপরীতে অভিনয় করেছিলেন মিম। এটি হতে যাচ্ছে টালিউডে মিমের দ্বিতীয় সিনেমা।

‘মানুষ’ সিনেমাটিও প্রযোজনা করবে জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিৎ ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেড। এতে জিৎ ছাড়াও অভিনয় করবেন জিতু কমল। বৃহস্পতিবার সকালে কলকাতায় ছবিটির দৃশ্যধারণের কাজ শুরু হবে।

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top