ডক্টরেট ডিগ্রি অর্জন করলেন অভিনেত্রী মিথিলা
সাবিকুন নাহার সাদিয়া | প্রকাশিত: ২৬ আগষ্ট ২০২৫, ১৩:১৮

সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি থিসিস ডিফেন্স সফলভাবে শেষ করে নামের আগে ড. যোগ করার গর্ব অর্জন করেছেন জনপ্রিয় অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা । সোমবার (২৫ আগস্ট) মাঝরাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এই কথা জানিয়েছেন ।
মিথিলা লিখেছেন, ‘অসাধারণ খুশি আর গর্ব নিয়ে জানাচ্ছি— আমি আমার পিএইচডি থিসিস ডিফেন্স সফলভাবে শেষ করেছি! এই মুহূর্তটি আমার পাঁচ বছরের কঠিন ও আবেগঘন একটা যাত্রার শেষ। এই যাত্রা ছিল আনন্দ, কষ্ট আর চ্যালেঞ্জে ভরা।’
তিনি আরও বলেন, ‘আমি এমন এক পথ বেছে নিয়েছিলাম, যেটা সহজ ছিল না। পুরো সময়টাই একদিকে চাকরি, মাঝেমধ্যে অভিনয় আর পারিবারিক দায়িত্ব সামলে এই ডিগ্রি অর্জনের জন্য লড়াই করেছি। এই পুরো অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে, আমি কতটা ধৈর্য ধরতে আর সামলাতে পারি।’
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।