বার্মিংহামে কারিনা কাপুর অনুষ্ঠানে ভিড়ে অজ্ঞান ভক্ত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৮

যুক্তরাজ্যের বার্মিংহামে এক জুয়েলারি শো-রুম উদ্বোধনে হাজির ছিলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। মঞ্চে উপস্থিতি ও পারফরম্যান্সে আনন্দ ছড়ালেও ভেন্যুর বাইরে পরিস্থিতি ছিল ততটাই ভিন্ন।
হাজারো ভক্ত কারিনাকে এক নজর দেখতে ভিড় জমিয়েছিলেন। অনেকে উপহার নিয়ে গিয়েছিলেন, যা কারিনা নিজেই গ্রহণ করেছেন। তিনি ‘ফেভিকল সে’ গানের সঙ্গে নাচেন এবং দর্শকদের অভিবাদন জানান।
তবে বাইরে হঠাৎ এক নারী ভক্ত অজ্ঞান হয়ে গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তাকর্মীরা দ্রুত তাকে চিকিৎসা সহায়তার জন্য নিয়ে যান। এ ঘটনায় বড় আয়োজনে ভিড় নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন ওঠে।
কারিনা ছিলেন ডিজাইনার মণীশ মালহোত্রার ঝলমলে শাড়িতে, হালকা মেকআপ ও ডায়মন্ড জুয়েলারিতে। তিনি ইভেন্টের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন, যেখানে বোন কারিশমা লিখেছেন, ‘আমার হীরা’, আর স্বামী সাইফ আলি খানের বোন সাবা মন্তব্য করেছেন, ‘ফ্যাবুলাস ভাবি’।
বর্তমানে কারিনা মেঘনা গুলজারের পরিচালনায় ‘দায়রা’ সিনেমার প্রস্তুতিতে ব্যস্ত, যেখানে তার সঙ্গে প্রথমবার অভিনয় করবেন মালায়ালম তারকা পৃথ্বীরাজ সুকুমারন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।