মৌসুমী হামিদের প্রথম ট্রাভেল ভ্লগ: “এমন কক্সবাজার আগে দেখেছেন কি?”
বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৬

জনপ্রিয় ভ্লগার মৌসুমী হামিদ এবার হাজির হলেন তার প্রথম ট্রাভেল ভ্লগ নিয়ে। ভ্লগটির শিরোনাম “এমন কক্সবাজার আগে দেখেছেন কি?”। মৌসুমী বলেন, "ট্রাভেল ভ্লগ আমার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন পূরণের সুযোগ এলো, তাই এটি করেছি।"
তিনি আরও জানান, দুই বছর আগে ফেসবুকে স্ক্রল করতে করতে তিনি নাদিরের ট্রাভেল ভ্লগ “নাদির অন দ্যা গো” দেখেন। মৌসুমী জানান, "নাদিরের ভ্লগ সাদামাটা হলেও তথ্যবহুল। ধীরে ধীরে আমি ওর ভ্লগের প্রেমে পড়ে যাই। আমার মনে হয়, কোথাও যাওয়ার আগে ওর ভ্লগ দেখলে সঠিক দিকনির্দেশনা পাওয়া যায়।"
মৌসুমী জানান, প্রথম ভ্লগে শুধু কক্সবাজার ও আশপাশের স্থানগুলোকে তুলে ধরা হয়েছে, তবে ভবিষ্যতে দেশের অন্যান্য স্থানও বিশ্লেষণসহ দেখানো হবে। ভ্লগের উদ্দেশ্য হলো এমন স্থান দেখানো, যেখানে সাধারণ পর্যটকরা যায় না, কিন্তু যেখানে অদ্ভুত সুন্দর দৃশ্য দেখা যায়।
ভ্লগ নির্মাণে কাজ করছেন রাসেল সৈয়দ, আহসান স্মরণ ও সাব্বির মাহমুদ।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।