শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

কদ্দুস বয়াতির ক্ষোভ: বস্তা বস্তা টাকা গুনে শেষ, এগারো হাজার ভোট গুনতে তিন দিন!

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৫

লোকসংগীত শিল্পী কদ্দুস বয়াতি

নব্বইয়ের দশকের জনপ্রিয় লোকসংগীত শিল্পী কদ্দুস বয়াতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোট গণনার ধীরগতিতে বিস্ময় প্রকাশ করেছেন।

শনিবার সকাল পৌনে ১২টার দিকে নিজের ফেসবুক আইডিতে তিনি লেখেন- “পাগলা মসজিদের বস্তা বস্তা টাকা গুনে নিমিশেই শেষ, আর এগারো হাজার ভোট গুনতে তিন দিন।”

এ বিষয়ে জানতে চাইলে কদ্দুস বয়াতি মুঠোফোনে বলেন, "এই দেশটার পিছনে আমার কাটনি (শ্রম) আছে। অন্যায় দেখলে আমার মনে যা চায় তাই প্রতিবাদ করি। এইডাও করছি। এর লাইগ্যা আমার জেলফাঁস যা অয় অউক।”

তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top