রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেলেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২৩

অভিনেত্রী রুকাইয়া জাহান চমক | ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক অল্পের জন্য রক্ষা পেলেন বড় এক বিপদ থেকে। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে এ দুর্ঘটনার মুখোমুখি হন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, সোনালি কাজের শাড়ি ও দৃষ্টিনন্দন সাজে মঞ্চে ওঠেন চমক। হাতে সম্মাননা গ্রহণের পর মঞ্চ থেকে নামার সময় হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলেন তিনি। তবে ঠিক সেই মুহূর্তে পাশে থাকা একজন এগিয়ে এসে তাকে সামলে দেন। ফলে মেঝেতে পড়ে যাওয়ার হাত থেকে বেঁচে যান অভিনেত্রী।

ভিডিওতে আরও দেখা যায়, চমকের শাড়ির আঁচলের ওপর অসাবধানতাবশত একজন দাঁড়িয়ে ছিলেন। সেটি খেয়াল না করাতেই এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর কিছুটা ভীত দেখালেও দ্রুত নিজেকে সামলে নেন অভিনেত্রী।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top