ফরিদা পারভীনের মৃত্যুতে ভিডিও কলে শেষ শ্রদ্ধা জানালেন রুনা লায়লা
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১৮

দেশের বরেণ্য সংগীতশিল্পী, লালনসংগীতের কিংবদন্তি ফরিদা পারভীন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। স্বামী ও চার সন্তান রেখে গেছেন এ সংগীতগুরু।
আজ (রোববার) দুপুর ১২টার দিকে প্রয়াত শিল্পীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে সর্বস্তরের মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানান। পরে তাঁর মরদেহ কুষ্টিয়ায় নিয়ে যাওয়া হবে এবং মা–বাবার কবরের পাশে তাঁকে সমাহিত করা হবে।
এদিকে দেশের আরেক কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা ভিডিও কলের মাধ্যমে ফরিদা পারভীনকে শেষ শ্রদ্ধা জানান। বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন বলে সরাসরি উপস্থিত থাকতে পারেননি।
ফরিদা পারভীন তাঁর অনবদ্য কণ্ঠে লালনসংগীতকে দেশ-বিদেশে ছড়িয়ে দিয়েছেন। তাঁর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।