বিড়ালকে ঘিরেই স্বরা-ফাহাদের বিয়ে

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৪

ফাইল ছবি

বলিউডে ঘটেছে এক অভিনব ঘটনা। অভিনেত্রী স্বরা ভাস্কর আর রাজনৈতিক ব্যক্তিত্ব ফাহাদ—দু’জনের প্রেম ও বিয়ের পেছনে ভূমিকা রেখেছে একটি বিড়াল!

মাত্র দুই মাসের প্রেমের পরেই বিয়ের পিঁড়িতে বসেছেন স্বরা ও ফাহাদ। তবে ভিন্নধর্মে বিয়ে হওয়ায় কটাক্ষ ও সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাদের। এ নিয়ে পরিবারেও শঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু এসবকে পাত্তা দেননি স্বরা।

স্বরা জানিয়েছেন, তাদের প্রেমের সূত্রপাত হয়েছিল একটি বিড়ালকে ঘিরে। ফাহাদ রাস্তা থেকে একটি ছোট বিড়ালছানা উদ্ধার করেছিলেন। বিড়ালটির নাম রাখা হয় গালিব। পরে সেটিকে আশ্রয় দেন স্বরা এবং সেখান থেকেই তাদের মধ্যে নিয়মিত আলাপ শুরু হয়।

স্বরা বলেন,

“গালিব আমাদের প্রেমের মাধ্যম হয়ে উঠেছিল। রাজনীতির বাইরে ফাহাদ কেমন মানুষ, তা আমি ওই বিড়ালটির মাধ্যমে বুঝতে পেরেছিলাম।”

এরপর ধীরে ধীরে বন্ধুত্ব গড়ায় প্রেমে। দুই মাস প্রেমের আগে দীর্ঘ তিন বছর ছিলেন কেবল বন্ধু। প্রেমের প্রস্তাবও প্রথম দেন ফাহাদ। ফুল, চকোলেটসহ নানা উপহার দিয়ে মন জয় করেছিলেন স্বরার।

অবশেষে গালিব নামের বিড়ালকে কেন্দ্র করেই গড়ে ওঠে এক অনন্য প্রেমকাহিনি, যা শেষ পর্যন্ত বিয়েতে গড়িয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top