জায়েদ খানের সঙ্গে জন্মদিনের কেক কাটলেন নুসরাত ফারিয়া

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫১

ছবি: সংগৃহীত

গ্ল্যামার ও মেধার নিখুঁত সমন্বয়ে যদি কারও নাম উঠে আসে, তবে নিঃসন্দেহে তা নুসরাত ফারিয়া। নাচে-গানে ও উপস্থাপনায় মুগ্ধ করেছেন পুরো একটি জেনারেশনকে।

আরজে হিসেবে কাজের মধ্য দিয়ে গণমাধ্যমে যাত্রা শুরু করেন ফারিয়া। পরবর্তীতে আরটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘ঠিক বলছেন তো’-এর মাধ্যমে প্রথম টেলিভিশনে উপস্থাপক হিসেবে আত্মপ্রকাশ। এরপর ২০১২ সালে এনটিভির বিশেষ অনুষ্ঠান ‘থার্টিফাস্ট ধামাকা কক্সবাজার’ উপস্থাপনা করে আলোচনায় আসেন তিনি।

বড় পর্দায় অভিষেক ঘটে ২০১৫ সালে। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার অশোক পাতি পরিচালিত ‘আশিকী’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে নিজের জায়গা পাকা করেন ফারিয়া।

১৯৯৩ সালের ৮ সেপ্টেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন এই তারকা। দাদা সেনা কর্মকর্তা হওয়ায় শৈশব কেটেছে ঢাকার সেনানিবাসে।

গত ২ সেপ্টেম্বর জন্মদিন উপলক্ষে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন নুসরাত ফারিয়া। ছবিতে দেখা যায়, অভিনেতা জায়েদ খানের সঙ্গে জন্মদিনের কেক হাতে পোজ দিচ্ছেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন “এখানে আমার জন্মদিনের মাস শুরু।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top