মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

পাকিস্তানি তারকা হানিয়া আমির প্রথমবারের মতো ঢাকায় আসছেন

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৮

ছবি: সংগৃহীত

জনপ্রিয় পাকিস্তানি চলচ্চিত্র তারকা হানিয়া আমির প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। আয়োজকরা জানিয়েছেন, পাকিস্তানে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দীর্ঘদিন কাজ করছেন তিনি। সম্প্রতি প্রতিষ্ঠানটি উন্মোচন করেছে নতুন ‘ব্ল্যাক শাইন ফর্মুলা’। এর প্রচারণার অংশ হিসেবেই এ সফর।

অল্প সময়েই নাটক, চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টে অভিনয়ের মাধ্যমে হানিয়া আমির দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন। সম্প্রতি বলিউডের ‘সর্দারজি ৩’ সিনেমার মাধ্যমে অভিষেক করেছেন তিনি। ছবিতে নূর চরিত্রে তার অভিনয় পাকিস্তান ও ভারতে ব্যাপক প্রশংসিত হয়েছে।

আয়োজকদের ভাষ্যে, বাংলাদেশে রয়েছে হানিয়া আমিরের বিপুল সংখ্যক ভক্ত। তাই ঢাকায় তার উপস্থিতি ভক্তদের জন্য নিঃসন্দেহে হয়ে উঠবে বিশেষ এক মুহূর্ত।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top