মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

সালমান খান আর জোনাস কনার ছবি, কে এই কিশোর যার প্রতিভায় মুগ্ধ সালমান খান

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৯

ছবি: সংগৃহীত

বলিউডের ভাইজান সালমান খান মুগ্ধ হয়েছেন মাত্র ১৫ বছর বয়সী এক কিশোরের প্রতিভায়। যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের বাসিন্দা ওই গায়ক-গীতিকারের নাম জোনাস কনার।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এক্স (পূর্বে টুইটার)–এ পোস্ট করে সালমান খান লিখেছেন- “কখনো কোনো ১৫ বছরের ছেলেকে তার কষ্টকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলতে দেখিনি। ভাই ও বোনেরা, এটা ইংরেজিতে হলেও, আমাদের এখানেও অনেক প্রতিভা আছে। তাদের উৎসাহ দাও, শোষণ করো না।”

সালমান আরও অনুরোধ জানিয়েছেন তার ভক্তদের উদ্দেশে-জোনাসের মতো প্রতিভাবান শিশুদের সমর্থন জানাতে হবে।

জোনাস কনার মূলত কান্ট্রি ও ফোক ঘরানার মিশ্রণে গান করেন। গত বছর তার একটি গান মুক্তি পাওয়ার এক মাসের মধ্যেই ২০ লাখের বেশি স্ট্রিম অর্জন করে। বর্তমানে তার গান স্পটিফাইয়ে ৩ মিলিয়নের বেশি স্ট্রিম পেয়েছে। শুধু তাই নয়, স্পটিফাইতে তার ফলোয়ার সংখ্যা ৫২১ হাজার, আর ইনস্টাগ্রামে অনুসারী ৭০৭ হাজারের বেশি।

সালমান খানের এই উদ্যোগকে ভক্তরা প্রশংসা করেছেন এবং অনেকে মনে করছেন, বলিউডের শীর্ষ তারকার সমর্থন জোনাস কনারকে আরও বড় মঞ্চে পৌঁছে দেবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top