চিত্রনায়িকা বনশ্রী আর নেই
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১৩

সোহরাব রুস্তম সিনেমাখ্যাত চিত্রনায়িকা সাইনা শিকদার বনশ্রী আর নেই। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টায় মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বনশ্রীর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ছোট ভাই মোহাম্মদ হারুন।
বাংলাদেশি চলচ্চিত্রে একসময় আলোচিত নায়িকা হিসেবে পরিচিতি পান বনশ্রী। ‘সোহরাব রুস্তম’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। দীর্ঘদিন ধরেই তিনি অভিনয়জগৎ থেকে দূরে ছিলেন।
প্রয়াত এই চিত্রনায়িকার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।