মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

ভিক্ষুক সেজে ভিক্ষা করে টাকা কামালেন অভিনেতা নাসির উদ্দিন খান

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২০

ছবি: সংগৃহীত

নানামুখী চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন অভিনেতা নাসির উদ্দিন খান। তবে এবার প্রথমবারের মতো তাকে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক রূপে— ওয়েব সিরিজ “নয়া নোট”-এ ভিক্ষুক চরিত্রে। আর এ চরিত্রে অভিনয় করতে গিয়েই নতুন অভিজ্ঞতার মুখোমুখি হলেন তিনি।

ওয়েব সিরিজটির শুটিং চলাকালে মেকআপ এতটাই নিখুঁত হয়েছিল যে, পথচারীরা তাকে সত্যিকারের ভিক্ষুক ভেবেই সাহায্য করতে এগিয়ে আসেন। এক পর্যায়ে নাসির উদ্দিন খান সত্যিকারের ভিক্ষা করেই প্রায় পাঁচশ টাকা সংগ্রহ করেন।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, “প্রথম দিন শুটিং করতে গিয়েই দেখি অনেকে সত্যিই টাকা দিচ্ছে। আমি ঘুরে এসে প্রোডাকশনের ছেলেকে টাকা গুনতে বললাম। অবাক হয়ে দেখি প্রায় পাঁচশ টাকা জমেছে! তখন মনে হলো, বাহ্, ভিক্ষা করেও তো কম সময়ে ভালো টাকা পাওয়া যায়। তবে এই অভিজ্ঞতা থেকে উপলব্ধি করলাম এটি মোটেও সহজ ও সম্মানের নয়।”

বাজেট সীমিত থাকায় বড় আয়োজন সম্ভব হয়নি। তাই পরিচালক অনন্য প্রতীক চৌধুরীর পরিকল্পনায় ফার্মগেট ফুটওভারের ওপর লুকানো ক্যামেরায় এই শুটিং করা হয়। নাসির উদ্দিন খানকে বলা হয়েছিল নিজের মতো করে চরিত্র ফুটিয়ে তুলতে এবং মানুষের কাছে ভিক্ষা চাইতে।

পরিচালক জানান, শুটিংয়ে ভিক্ষা করে পাওয়া আসল টাকাগুলো স্মৃতি হিসেবে সংরক্ষণ করা হয়েছে। সেই ‘নয়া নোট’ ঘিরেই এগিয়েছে সিরিজটির মূল গল্প।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top