জয়া আহসানের নতুন ছবি ‘ফেরেশতে’ আসছে ১৯ সেপ্টেম্বর
বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৯

এ বছরটিকে বলা যায় জয়া আহসানের জন্য তাণ্ডবময় বছর। একের পর এক ছবি দিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন তিনি। তাণ্ডব, উৎসব, ডিয়ার মা ও পুতুল নাচের ইতিকথার পর এবার আসছে ইরানি নির্মাতার পরিচালিত সিনেমা ফেরেশতে।
আগামী ১৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। যদিও এর আগে ১২ সেপ্টেম্বর মুক্তির ঘোষণা দেওয়া হয়েছিল, তবে শেষ মুহূর্তে হল-সংক্রান্ত জটিলতার কারণে মুক্তির তারিখ এক সপ্তাহ পেছানো হয়।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশের সব সিনেপ্লেক্সে একযোগে মুক্তি পাবে ফেরেশতে। সামনে শুরু হতে যাচ্ছে পূজার উৎসব। তাই উৎসবের আমেজে দর্শকরা উপভোগ করতে পারবেন সিনেমাটি।
গত তিন বছর ধরে ফেরেশতে ছবিটি নিয়ে দর্শক ও সংবাদকর্মীদের নিয়মিত প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে জয়াকে—“কবে মুক্তি পাবে?” এবার অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। শিগগিরই ছবির প্রচারণাতেও সক্রিয়ভাবে অংশ নেবেন জয়া আহসান।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।