বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

রণবীর সিং আসছেন নতুন চমকে, সামনে ‘ধুরন্ধর’ ও ‘ডন ৩’

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৯

রণবীর সিং । ছবি : সংগৃহীত

বলিউডের বহুমুখী অভিনেতা রণবীর সিং আবারও প্রস্তুত দর্শকদের চমকে দেওয়ার জন্য। প্রতিটি চরিত্রে বৈচিত্র্য আনার জন্য পরিচিত এই তারকা বর্তমানে ব্যস্ত তার নতুন সিনেমা ‘ধুরন্ধর’ নিয়ে। তবে এখানেই শেষ নয়, এরই মধ্যে গুঞ্জন ছড়িয়েছে যে, এই ছবির পরই তিনি ক্যামেরার সামনে দাঁড়াবেন বলিউডের জনপ্রিয় আইকনিক ফ্র্যাঞ্চাইজি ‘ডন ৩’-এর জন্য।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী ১৫ অক্টোবরের মধ্যে ‘ধুরন্ধর’ ছবির শুটিং শেষ করবেন রণবীর। এরপরই শুরু হবে তার নতুন প্রস্তুতি। আগামী বছরের জানুয়ারিতে ফারহান আখতারের পরিচালনায় শুরু হবে ‘ডন ৩’-এর শুটিং।

খবর অনুযায়ী, ‘ডন ৩’-এ রণবীর সিংকে দেখা যাবে একেবারে ভিন্ন স্টাইলে। তার চরিত্রটি তৈরি করা হচ্ছে অনেকটা জেমস বন্ড-এর আদলে, যা দর্শকদের জন্য বড় চমক হতে যাচ্ছে। এছাড়া, এই ছবিতে রণবীরের বিপরীতে থাকতে পারেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন।

এদিকে, রণবীরের বর্তমান সিনেমা ‘ধুরন্ধর’-এর শুটিং এখনো পুরোপুরি শেষ হয়নি। যদিও তার অংশের কাজ প্রায় শেষ, তবে বাকি অংশের শুটিং ও পোস্ট-প্রোডাকশনের কাজ চলবে আরও কিছুদিন।

চলতি বছরের ৫ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাচ্ছে ‘ধুরন্ধর’। অ্যাকশন অবতারে আবারও দেখা যাবে রণবীর সিংকে, আর এরপরই শুরু হবে তার নতুন যাত্রা ‘ডন ৩’-এর পথে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top