কবে পর্দায় ফিরবেন বাপ্পি?

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২১

ফাইল ছবি

২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘ভালোবাসার রং’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটে অভিনেতা বাপ্পির। প্রথম ছবিতেই দর্শকের হৃদয়ে জায়গা করে নেন তিনি। এরপর একে একে বেশ কিছু জনপ্রিয় ছবিতে অভিনয় করে নিজের অবস্থান পোক্ত করেন এ অভিনেতা।

তবে ইদানীং তাকে আর নিয়মিত ক্যামেরার সামনে দেখা যায় না। সামাজিক যোগাযোগ মাধ্যমেও খুব একটা সরব নন বাপ্পি। সর্বশেষ তিনি অভিনয় করেছিলেন ‘শত্রু’ সিনেমায়। সিনেমাটি মুক্তির পর দর্শকের মধ্যে বেশ সাড়া ফেললেও আশানুরূপ ব্যবসা করতে পারেনি। এর কিছুদিন পরই মায়ের মৃত্যুতে শোকে ভেঙে পড়েন এই নায়ক। সেই ধাক্কায় ইন্ডাস্ট্রি থেকে অনেকটা দূরে সরে যান তিনি।

বর্তমানে বাপ্পি পারিবারিক ব্যবসা সামলাতেই বেশি সময় ব্যয় করছেন। পরিবারকেন্দ্রিক কাজে যুক্ত হয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। তবে ভক্তদের জন্য সুখবর, খুব শিগগিরই আবারও ক্যামেরার সামনে ফেরার কথা জানিয়েছেন এই অভিনেতা।

এরই মধ্যে বাপ্পির অভিনীত তিনটি সিনেমা—‘সিক্রেট এজেন্ট’, ‘ঢাকা ২০৪০’ ও ‘ভোলা’ মুক্তির অপেক্ষায় রয়েছে। ভক্তরা শিগগিরই প্রিয় নায়ককে নতুন রূপে দেখতে পারবেন বলে আশা করছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top