তাহসান-রোজার রোমান্টিক মূহুর্ত ভাইরাল

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩৪

ছবি: সংগৃহীত

অভিনেত্রী মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর সঙ্গীত শিল্পী তাহসান খানের জীবন নতুন ভালোবাসার রঙ পেয়েছে। চলতি বছর তাহসান মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

বর্তমানে নিউইয়র্কে বসবাসরত রোজা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয়। সম্প্রতি তিনি নেটিজেনদের জন্য শেয়ার করেছেন একটি ফটো স্টোরি, যেখানে দেখা গেছে তাহসানের উরুর ওপর শুয়ে আছেন তিনি। ছবিতে তাহসানের চোখে রোদ চশমা, আর দুজনের পরনে মিষ্টি রঙের টি-শার্ট।

ছবির ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে তাহসানের একটি গান। ক্যাপশনে রোজা লিখেছেন, “বৃত্তের ভেতর শুধু তুমি আছো”, যা তাদের ঘনিষ্ঠ সম্পর্কেরই ইঙ্গিত দিচ্ছে।

ছবি শেয়ার হওয়ার পর থেকে নেটিজেনদের মধ্যে এই মুহূর্তটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top