খোলামেলা পোশাকে অভিনয় করতে রাজি,তবে...
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৭

পশ্চিমবঙ্গের আলোচিত তরুণ অভিনেত্রীদের একজন স্বস্তিকা দত্ত। অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত ভানুপ্রিয়া ভূতের হোটেল ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের পর তিনি বর্তমানে অভিনয় করছেন ত্রিকোণ প্রেমের সিনেমা খুঁজেছি তোকে রাত বেরাতে-তে। তাঁর বিপরীতে রয়েছেন দুই নায়ক গৌরব চক্রবর্তী ও অনিন্দ্য সেনগুপ্ত।
প্রায় ১৪ বছর ধরে অভিনয় জগতে কাজ করছেন স্বস্তিকা। নিজের ক্যারিয়ার–দর্শন নিয়ে তিনি বলেন, “এক পেশায় এত দিন টিকে থাকতে গেলে একটু ভেবে চলতেই হয়। তবে হিসাব করে কাজ করিনি কখনো। বেশি বাছাবাছি করলে কাজই পাওয়া যায় না। চেষ্টা করেছি নানা ধরনের চরিত্রে অভিনয় করতে। আর চরিত্রগুলো নায়িকাকেন্দ্রিক হলে সেটাই বাড়তি প্রাপ্তি।”
সম্প্রতি খোলামেলা পোশাক ও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জবাব দেন। অনেকেই যেখানে খোলামেলা দৃশ্যে অভিনয় করতে অনিচ্ছুক, সেখানে স্বস্তিকা বলেন, “আমি চাই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে। তবে তার আগে নিজেকে সেইভাবে তৈরি করে নিতে হবে।”
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।