মৃত্যুর আগে কি লিখেছেন জুবিন গর্গ..
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৯

ইয়া আলি…' গান আমাদের সবার শোনা। এই গান গেয়ে গোটা ভারতর্ষের নজর কেড়ে নিয়েছিলেন জুবিন গর্গ। যা ছড়িয়ে পড়েছিল সীমানা পেরিয়ে কোটি কোটি সঙ্গীতপ্রেমীর কণ্ঠে। সেই গায়কের অকাল মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীত মহলে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংইয়ের সময় দুর্ঘটনার শিকার হয়ে ৫২ বছরে প্রাণ হারালেন এই জনপ্রিয় গায়ক।মৃত্যুর আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন। যা রীতিমতো ভাইরাল।
ভারতীয় গণমাধ্যমের খবর, উত্তর-পূর্ব ভারতের সংস্কৃতি তুলে ধরার উদ্দেশ্যে তিনদিনব্যাপী ‘নর্থ ইস্ট ফেস্টিভ্যালে’ যোগ দিতে সিঙ্গাপুরে যান জুবিন। এই উৎসবের সাংস্কৃতিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন তিনি। শনিবারই পারফর্ম করার কথা ছিল তার।
তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের আমন্ত্রণ জানিয়েছিলেন সিঙ্গাপুরের ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল এ । তিনি লিখেছিলেন সিঙ্গাপুরের বন্ধুরা। আগামী ২০ সেপ্টেম্বর আমার জনপ্রিয় অহমিয়া, বাঙালি ও হিন্দি গানের ডালি নিয়ে আপনাদের সামনে হাজির হব… সবাই আসবেন এবং আমাদের ভরসা বাড়াবেন!
দু'দিনের সেই উৎসবে উত্তর-পূর্ব ভারতের শিল্প, সংস্কৃতি, নৃত্য, সংগীত, চা ও হস্তশিল্প তুলে ধরার কথা ধরা হবে বলেও তিনি জানিয়েছিলেন। তবে ভাগ্যের পরিহাস সেই মঞ্চে ওঠা হলো না তার।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।