‘রেটেড আর’ শো মঞ্চে ফিরছে বিপ্র ও শাদিদের সঙ্গে
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫, ১৫:১২
ঢাকার কমেডি দুনিয়ায় সাহসী এবং তীব্র বিষয়ভিত্তিক শোয়ের জন্য পরিচিত কমেডিয়ান বিপ্র ও শাদিদ ফের মঞ্চে ফিরছেন। তাদের শো ‘রেটেড আর’ এবার নতুন টুইস্টের সঙ্গে হাজির হবে, যেখানে কমেডি ফুটবে রাজনৈতিক, জাতিগত বিদ্বেষ, বৈষম্য এবং সমাজের অন্যান্য অস্বস্তিকর বিষয় নিয়ে।
শোটি শুধু বিনোদন নয়, দর্শকদের মধ্যে সচেতনতা তৈরি এবং সমাজের বিভিন্ন বিষয়ের দিকে নতুন দৃষ্টিকোণ নিয়ে আসার লক্ষ্য নিয়ে কাজ করবে।
এটি ‘স্ট্যান্ড আপ ঢাকা’-এর পঞ্চম আয়োজন। শোটি অনুষ্ঠিত হবে চলতি বছরের ৬ নভেম্বর, সন্ধ্যা ৮টায়, ‘দ্য নেস্ট মোহাম্মদপুরে’। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। দর্শকরা এই লিংক(https://www.facebook.com/share/17Q5HEgbMt)থেকে রেজিস্ট্রেশন করে টিকিট সংগ্রহ করতে পারবেন।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।