রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

খুব পরিপাটি পুরুষ আমার একেবারেই পছন্দ নয়:মালাইকা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫, ১৩:৩৭

সংগৃহীত

বলিউডের গ্ল্যামারাস অভিনেত্রী মালাইকা আরোরা আবারও আলোচনার কেন্দ্রে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে চলছে জোর আলোচনা—নাকি জীবনে এসেছে নতুন প্রেম!

নেটিজেন ও বলিউডের ভেতরের সূত্রগুলোর দাবি, মালাইকা বর্তমানে সম্পর্কে জড়িয়েছেন হর্ষ মেহতা নামে এক হিরে ব্যবসায়ীর সঙ্গে। অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের এক বছর পরই নতুন এই সম্পর্ক নিয়ে মুখর বি-টাউন।

অতীতেই জানিয়েছিলেন নিজের পছন্দের পুরুষের রূপ

এক পুরোনো সাক্ষাৎকারে মালাইকা নিজের পছন্দের পুরুষের ধরণ নিয়ে স্পষ্টভাবেই বলেছিলেন,

“একটু রুক্ষ ও ধারালো চেহারার পুরুষ পছন্দ আমার। খুব পরিপাটি, ফর্সা বা গোঁফ-দাড়ি কামানো পুরুষ একেবারেই পছন্দ নয়।”

তিনি আরও জানিয়েছিলেন,

“আমার এমন কাউকে পছন্দ, যে প্রকাশ্যে সাহসের সঙ্গে ফ্লার্ট করতে পারে। আর সে যেন ভালো চুমু খেতে পারে—এই বিষয়টা আমার কাছে গুরুত্বপূর্ণ।”

মালাইকার মতে, একজন পুরুষের শক্ত চোয়াল, স্পষ্টবাদিতা ও আত্মবিশ্বাসী মনোভাব থাকা উচিত।

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top