৪০০ কোটি রুপি ছাড়িয়ে যাবে ‘ধুরন্ধর’

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮

সংগৃহীত

দর্শকদের হৃদয় জয় করে বক্স অফিসে দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে বলিউড সিনেমা ‘ধুরন্ধর’। মুক্তির দ্বিতীয় শুক্রবারেই ছবিটি এমন এক রেকর্ড গড়েছে, যা এক দিনে ৫০টিরও বেশি জনপ্রিয় সিনেমার আয়ের রেকর্ডকে ছাপিয়ে গেছে। এক সপ্তাহ পার হওয়ার পরও প্রতিদিন নতুন নতুন মাইলফলক ছুঁয়ে চলেছে রণবীর সিং অভিনীত এই ছবি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ সাম্প্রতিক কয়েক বছরের বহু সুপারহিট সিনেমাকেও পেছনে ফেলেছে। যদিও মুক্তির প্রথম দিনে কিছু ছবির তুলনায় পিছিয়ে ছিল, তবে ধীরে ধীরে শক্ত অবস্থান তৈরি করে বর্তমানে বক্স অফিসে শীর্ষে উঠে এসেছে ছবিটি। দ্বিতীয় শুক্রবারে সর্বোচ্চ আয়ের ছবির তকমাও নিজের দখলে নিয়েছে ‘ধুরন্ধর’।

প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় শুক্রবারে সিনেমাটি প্রায় ৩২.৫ কোটি রুপি আয় করে। এর মাধ্যমে ‘পুষ্পা ২’ (২৭ কোটি), ‘ছাভা’ (২৩.৫ কোটি), ‘অ্যানিমেল’ (২১.৫৬ কোটি) এবং ‘গদর ২’ (২০.৫ কোটি)-এর মতো বড় বাজেটের ছবিকেও ছাড়িয়ে যায় এটি।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির নবম দিন অর্থাৎ দ্বিতীয় শনিবারে ভারতে ছবিটির নেট আয় দাঁড়ায় প্রায় ৫০.৯ কোটি রুপি। সেদিন হিন্দি ভাষায় ছবিটির দর্শক উপস্থিতি ছিল ৬৬.০৯ শতাংশ, যা দর্শকদের প্রবল আগ্রহেরই প্রমাণ।

প্রথম সপ্তাহে ‘ধুরন্ধর’ আয় করে ২০৭.২৫ কোটি রুপি। অষ্টম দিনে যুক্ত হয় আরও ৩২.৫ কোটি। এর ফলে নবম দিনে ২৬.৫ কোটি আয় করা ‘সাইয়ারা’র মতো ছবিকেও পেছনে ফেলেছে এটি।

শুধু দেশীয় বাজারেই নয়, আন্তর্জাতিক বাজারেও ব্যাপক সাড়া ফেলেছে ‘ধুরন্ধর’। স্যাকনিল্কের হিসাব অনুযায়ী, মাত্র আট দিনেই বিশ্বব্যাপী ছবিটির মোট আয় প্রায় ৩৭২.৭৫ কোটি রুপি। এর মধ্যে ভারতে আয় হয়েছে ২৭৫ কোটি রুপির বেশি। চলতি দিনের আয় যোগ হলে বিশ্বব্যাপী মোট আয় ৪০০ কোটি রুপি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা সিনেমাটিকে বছরের অন্যতম বড় হিট ছবির তালিকায় স্থান করে দেবে।

উল্লেখ্য, ‘ধুরন্ধর’ পরিচালনা করেছেন আদিত্য ধর, যিনি এর আগে দর্শকদের উপহার দিয়েছিলেন ব্লকবাস্টার ছবি ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’। ছবিতে রহমান চরিত্রে অক্ষয় খান্নার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে। রণবীর সিংয়ের পাশাপাশি সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল ও আর. মাধবনের মতো শক্তিশালী অভিনয়শিল্পীদের উপস্থিতি ছবিটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top