বিয়ের পর প্রথমবার প্রকাশ্যে রাজ-সামান্থা, উচ্ছ্বসিত অনুরাগীরা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৪২
চলতি বছরের ডিসেম্বরজুড়েই গুঞ্জন, জল্পনা আর উত্তেজনার কেন্দ্রে ছিলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও পরিচালক রাজ নিদিমরু। সিনেদুনিয়া থেকে সোশ্যাল মিডিয়া—সবখানেই আলোচনার শীর্ষে ছিল একটাই নাম, ‘রাজ-সামান্থা’। মাঝখানে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ বক্স অফিসে ঝড় তুললেও, সামান্থার নতুন দাম্পত্যজীবন ঘিরে অনুরাগীদের কৌতূহল একটুও কমেনি। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে বিয়ের পর প্রথমবার প্রকাশ্যে ধরা দিলেন এই তারকা নবদম্পতি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, নেটিজেনদের নানা সমালোচনাকে উপেক্ষা করেই বিয়ের মাত্র দুদিন পর হানিমুনে পাড়ি দেন রাজ নিদিমরু ও সামান্থা রুথ প্রভু। সেখান থেকে ফিরে সম্প্রতি হায়দরাবাদ বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন তারা।
নবদম্পতিদের মতো জাঁকজমক পোশাক না থাকলেও, রং মিলিয়ে ক্যাজুয়াল লুকে দেখা যায় এই জুটিকে। জিনস, টি-শার্ট ও ট্রাউজার-জ্যাকেটে স্বচ্ছন্দ ভঙ্গিতে হাজির হন রাজ-সামান্থা। বিয়ের পর প্রথমবার একফ্রেমে তারকাদম্পতিকে পেয়ে ছবি ও ভিডিও ধারণের সুযোগ হাতছাড়া করেননি আলোকচিত্রীরা। ক্যামেরার সামনে একে অপরের সঙ্গে কথোপকথন ও খুনসুটিতে মেতে উঠতেও দেখা যায় তাদের।
প্রকাশিত ভিডিও ও ছবি ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন অনুরাগীরা। নতুন জীবনের শুরুতে রাজ-সামান্থার সুখী মুহূর্ত দেখে শুভেচ্ছার বন্যা বইছে নেটদুনিয়ায়।
উল্লেখ্য, ২০২১ সালে অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবনে টানা চার বছর নানা ঝড়ঝাপটা পেরিয়েছেন সামান্থা। অসুস্থতার কারণে একাধিক কাজও হাতছাড়া করতে হয় তাকে। তবে সেই কঠিন অধ্যায় পেরিয়ে চলতি বছরের ১ ডিসেম্বর ‘ফ্যামিলি ম্যান’ খ্যাত পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেন এই অভিনেত্রী।
কাজের দিক থেকে, সামান্থাকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘কুশি’ সিনেমায়, যেখানে তার বিপরীতে অভিনয় করেন বিজয় দেবেরাকোন্ডা। ছবিটি পরিচালনা করেন শিভা নির্ভানা। এছাড়া ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘সিটাডেল: হানিবানি’-তেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় সামান্থাকে, যেখানে তার সহ-অভিনেতা ছিলেন বরুণ ধাওয়ান।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।